ছাত্রদল-ছাত্রশিবিরসহ ১০ প্যানেল ঘোষণা

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৪৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৪৯:৪৬ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ১০টি প্যানেল। প্রধান দুই সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরও পৃথকভাবে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদল সমর্থিত প্যানেলে সহ–সভাপতি (ভিপি) পদে রয়েছেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) পদে স্পোর্টস সায়েন্স বিভাগের মো. শাফায়াত হোসেন এবং সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আইয়ুবুর রহমান তৌফিক। একইভাবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি পদে কেন্দ্রীয় ছাত্রশিবিরের কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে ইতিহাস বিভাগের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের সাজ্জাদ হোসাইন মুন্নার নাম ঘোষণা করা হয়েছে।
 
জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কেন্দ্রীয় সমর্থিত প্যানেল বুদ্ধিজীবী চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করে। ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র সহ–সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ছাত্রদলের প্যানেলে নির্বাচন করা বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মনোনীতরা হলেন– ক্রীড়া সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপ্লব; সহ–ক্রীড়া সম্পাদক জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়; সহ–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শহীদুল কায়সার; দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া; সহ–দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ; ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান; সহ–ছাত্রী কল্যাণ সম্পাদক শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন; গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান; স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন; ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী; যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ; সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো. জাবেদ। সদস্য পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।
 
এদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল জারুল তলায় গতকাল বিকেল ৩টায় ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। ছাত্রশিবিরের প্যানেলে নির্বাচন করা বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মনোনীতরা হলেন– খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন; সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেসুল ইসলাম; সহ–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন; দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; সহ–দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান; গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন; বিজ্ঞান ও তথ্য–প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান; ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা; সহ–ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা; স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ; ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান; যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া; সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান; আইন ও মানবাধিকার সম্পাদক তাওহিদ রাব্বি এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ। নির্বাহী সদস্য পদে রয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ।
 
এ প্যানেলের বিজ্ঞান ও তথ্য–প্রযুক্তি সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান চব্বিশের আন্দোলনে শহিদ মিনারে চবি ছাত্রলীগের মারধরে গুরুতর আহত হন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী।
 
ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। ভিপি পদে আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান ও এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব নির্বাচন করবেন। প্যানেলের অন্যান্যরা হলেন– ক্রীড়া সম্পাদক মুহাম্মাদ শাহজাহান, সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মুহাম্মাদ ইমতিয়াজ, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ তারিকুল্লাহ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আকিব হোসেন, সহ দপ্তর সম্পাদক আবু জুবায়ের মিরাজ, ছাত্রী কল্যাণ সম্পাদক মারজান বেগম, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক লাবীব, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক রাফিক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন। এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাঈনুদ্দিন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক মুরাদ হোসাইন মূসা, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু হুরায়রা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক সোলাইমান সিকদার, সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক তানজিম হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক নাঈম উদ্দিন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক আবিদুর রহমান। সদস্য প্রার্থীরা হলেন– মুহাম্মাদ শিহাব উদ্দিন, জুয়েল রানা, সাইদুল ইসলাম, হারুনুল ইসলাম ও গাজী মাহমুদুর রহমান।
 
বাম সংগঠনগুলোর নেতৃত্বে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল : চাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্যানেল ‘বৈচিত্রের ঐক্য’ এর ভিপি পদে আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ধ্রুব বড়ুয়া, জিএস পদে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা এবং এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির।
 
‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল : ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে ভিপি পদে আছেন বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহফুজুর রহমান, জিএস পদে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রশিদ দিনার এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস নির্বাচন করবেন।
 
‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ প্যানেল : ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি হিসেবে আছেন স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির (স্যাড) সদস্য সচিব আবির বিন জাবেদ, জিএস পদে আছেন পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবন এবং এজিএস পদে আছেন পলাশ দে।
 
ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‌্যাপিড চেইঞ্জ’ প্যানেল : চাকসু নির্বাচনে ‘চাকসু ফর র‌্যাপিড চেইঞ্জ’ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি হিসেবে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিঙ ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তামজীদ উদ্দিন, জিএস পদে ইসলামী ছাত্র মজলিসের চবি সভাপতি সাকিব মাহমুদ রুমী এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান নির্বাচন করবেন।
 
‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ প্যানেল : এদিকে অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী, জিএস সাজ্জাদ হোসেন এবং এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান মনোনয়ন পেয়েছেন।
 
‘দ্রোহ পর্ষদ’ প্যানেল : চাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’। এতে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ, জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং এজিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির।
 
‘অহিংস শিক্ষার ঐক্য’ প্যানেল : সুফিবাদী আদর্শে বিশ্বাসী ছাত্রদের নিয়ে ‘অহিংস শিক্ষার ঐক্য’ নামে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব এবং এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ।
 
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]