চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৪৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৪৩:৪৩ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন (২৪) নামের এক প্রবাসী খুন হয়েছেন।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই প্রবাসী মারা যান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।
 
চমেক হাসপাতালের দায়িত্বরত এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে জানান, গতকাল ছুরিকাঘাতে মামুন নাকে একজনকে পটিয়া থেকে আনায় হয়। আজ সকালে তিনি মারা গেছেন।
 
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান জানান, “হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
 
উল্লেখ্য, গত বুধবার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ফাহিমের বিরুদ্ধে মামলা হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]