গাজায় সড়কপাশের বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত, আহত তিন

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক দ্রব্যের আঘাতে চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ বিস্ফোরণ ঘটে বলে ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন— জাফরিয়ার বাসিন্দা মেজর ওমরি চাই বেন মোশে (২৬), রামাত ইয়োহানানের লেফটেন্যান্ট ইরান শেলেম (২৩), হার ব্রাচার লেফটেন্যান্ট এইতান আভনার বেন ইতজাক (২২) এবং হাদেরার লেফটেন্যান্ট রন আরিয়েলি (২০)। এ চারজনই বাহাদ ১ অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।

টাইমস অব ইসরাইলের তথ্যমতে, নিহতদের মধ্যে বেন মোশে কোম্পানি কমান্ডার ছিলেন। বাকি তিনজন সেনা ছিলেন ক্যাডেট, যাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।

সর্বশেষ এ ঘটনার পর গাজায় চলমান স্থল অভিযান এবং সীমান্ত এলাকায় সংঘাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। এদের মধ্যে দুই পুলিশ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদারও রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]