রাশিয়ার কামচাতকা উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৭:০৮ পূর্বাহ্ন

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে।
 

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আশপাশের উপকূলীয় এলাকায় সম্ভাব্য জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে বলে সতর্কতা জারি করেছে।
 

উল্লেখ্য, কয়েক দিনের ব্যবধানেই রাশিয়ার এ অঞ্চলে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ভূমিকম্প অনুভূত হলো। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]