নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে আজ রাত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের কারণে রাত ১০টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এই সীমিতকরণ কার্যকর থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশন সংযোগকারী ১০, ১২ ও ১৪ ইঞ্চি ব্যাসের একটি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশ বিচ্ছিন্ন করতে হবে। এজন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

প্রভাবিত এলাকা হলো: নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর এবং মুন্সিগঞ্জ। এসব এলাকায় গৃহস্থালি, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস পাবেন না।
 

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি জরুরি হওয়ায় সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]