নেতানিয়াহুর বক্তব্য: কাতারে হামলার অধিকার আছে ইসরায়েলের

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০৮:৩২ অপরাহ্ন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালাতে পারে, তাহলে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য কাতারেও ইসরায়েলের হামলা করার অধিকার রয়েছে। নেতানিয়াহু এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সামরিক পদক্ষেপগুলোর সঙ্গে ইসরায়েলের বর্তমান অবস্থানকে এক কাতারে নিয়ে এসেছেন।
নেতানিয়াহু বলেন, "যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়েছিল কারণ সেখানে আল-কায়েদা ছিল এবং পাকিস্তানে হামলা চালিয়েছিল কারণ সেখানে ওসামা বিন লাদেন অবস্থান করছিল। তখন কেউ বলেনি 'হায় খোদা! কী ভয়ানক কাণ্ড! আমেরিকা আফগানিস্তান ও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে'।" এই যুক্তি তুলে ধরে তিনি বলেন, যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের ওপর আক্রমণ করা ইসরায়েলের একটি বৈধ অধিকার। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং কাতার ও ইসরায়েলের মধ্যেকার চলমান কূটনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]