পাকিস্তানের প্রেসিডেন্টের চীন সফর: সামরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৫:৩৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৫:৩৬:২৮ অপরাহ্ন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সম্প্রতি ১০ দিনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। এই সফরকে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও দৃঢ় করার একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। জারদারির এই সফর কেবল কূটনৈতিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দুই মিত্র রাষ্ট্রের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সফরের সময়, প্রেসিডেন্ট জারদারি চীনের রাষ্ট্রীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান AVIC কমপ্লেক্স পরিদর্শন করেন। এই পরিদর্শনের বিশেষত্ব হলো, এর আগে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি, যা দুই দেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে। পরিদর্শনকালে জারদারি চীনের উন্নত প্রযুক্তির প্রশংসা করেন এবং বলেন, চীনের তৈরি J-10 এবং JF-17 যুদ্ধবিমান পাকিস্তানের বিমানবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।
এছাড়াও, তিনি যৌথভাবে J-10C এবং JF-17 যুদ্ধবিমানের উৎপাদন প্রক্রিয়া, চীনের অত্যাধুনিক J-20 স্টিলথ ফাইটার, উন্নত মানের UAVs (ড্রোন) এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেমের উন্নয়ন প্রত্যক্ষ করেন। এই সফর সামরিক প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে পাকিস্তান-চীন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, এই সহযোগিতা আঞ্চলিক সামরিক ভারসাম্যে একটি বড় প্রভাব ফেলতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]