গ্রিসের সামরিক বহরে আসছে F-35 যুদ্ধবিমান: চুক্তি ২০২৮ সালে সম্পন্ন হবে

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৪:০৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৪:০৩:০৯ অপরাহ্ন
গ্রিসের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। দেশটির সামরিক বাহিনী ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমান তাদের বিমান বহরে যুক্ত করতে যাচ্ছে। গ্রিক সংবাদমাধ্যম 'কাঠিমেরিনি' সূত্রে জানা গেছে, এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানগুলো গ্রিসের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
মার্কিন সরকার গ্রিসকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। এর মধ্য দিয়ে গ্রিসের দীর্ঘদিনের সামরিক আধুনিকীকরণের একটি বড় লক্ষ্য পূরণ হতে চলেছে। এই চুক্তি সম্পন্ন হলে গ্রিস বিমানবাহিনীর জন্য একটি বড় ধরনের অগ্রগতি হবে। উল্লেখ্য, তুরস্কের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে এজিয়ান সাগরে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে এই সামরিক ক্রয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক নিজেও F-35 যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তাদের এই প্রোগ্রাম থেকে বাদ দেয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]