
তুরস্কের ইয়েনিদেন রেফাহ পার্টির নেতা ফাতিহ এরবাকান দাবি করেছেন, প্রায় পাঁচ হাজার তুর্কি নাগরিক বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত। তার অভিযোগ, এসব ব্যক্তি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেওয়ার পর কোনো বাধা ছাড়াই তুরস্কে ফিরে আসছে, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য “গুরুতর হুমকি” সৃষ্টি করছে।
এরবাকান বলেন, এই কর্মকাণ্ড শুধু নিরাপত্তা ঝুঁকি নয়, বরং ন্যায়বিচার ও মানবতার প্রতি “বিশ্বাসঘাতকতা”। তিনি ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়ে তাতে তুর্কি নাগরিকদের সম্পৃক্ততাকে তীব্র সমালোচনা করেন। বিষয়টি নিয়ে তুর্কি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।