দোহারে হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন

ঢাকা-১ আসনের (দোহার ও নবাবগঞ্জ) জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার আওলিয়াবাদ পঞ্চায়েত পূজা মন্দিরে এ আয়োজন হয়।
 

মতবিনিময় সভায় ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “আমরা একই দেশের নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে বিভেদে জড়িয়ে আছি। একসময় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে পুকুরে গোসল করেছি, একই সাবান ব্যবহার করেছি। কিন্তু রাজনৈতিক হীন স্বার্থে এই ভেদাভেদ তৈরি করা হয়েছে।”
 

তিনি আরও বলেন, “অমুসলিমদের ক্ষতি করার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এমন করে, তারা দুষ্কৃতকারী। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা একটি ভীতিমুক্ত দেশ গড়তে চাই।”
 

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন রাজবংশী, সহদেব রাজবংশী, ভাসান রাজবংশী, মেহের লাল রাজবংশী, সুভাষ রাজবংশী ও ধীরেন রাজবংশী।
 

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলা আমির ডা. দেওয়ান শহিদুজ্জামান, মওলানা দলিলুর রহমান ও হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]