
ইসরায়েলের পদাতিক বাহিনী গাজা সিটির প্রায় মধ্যভাগে প্রবেশ করেছে। ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে আবাসিক এলাকায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তারা। স্থল আক্রমণের দ্বিতীয় দিনেই শহর দখলের লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে বলে বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় কয়েক ডজন ট্যাংক ও সামরিক যান ঢুকে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্যাংক, বুলডোজার ও সাঁজোয়া যান উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকার প্রান্ত দিয়ে অগ্রসর হচ্ছে। অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে ধোঁয়ার আবরণও ব্যবহার করা হয়। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে যুদ্ধ শুরুর আগে হাজার হাজার মানুষ বসবাস করতেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে গাজার সর্বত্র আক্রমণ বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে গাজা সিটিতেই প্রাণহানি ঘটেছে ৬১ জনের। এর আগে মাত্র দুই দিনেই গাজা সিটির দেড় শতাধিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে। হাসপাতালগুলোকেও টার্গেট করে বোমা ও গোলাবর্ষণ করা হয়, যার মধ্যে আল শিফা ও আল আহলি হাসপাতাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে প্রাণ হারান অন্তত ১৯ জন।
উল্লেখ্য, গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৬৫ হাজার ছাড়িয়েছে।