বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সম্প্রতি ১৭টি বিয়ের অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছিল।
পুলিশ জানায়, বরখাস্তের সিদ্ধান্তের পর রাতের আঁধারে বরিশাল ত্যাগের চেষ্টা করেন কবির হোসেন। এ সময় স্থানীয় কয়েকজন ঠিকাদার তাকে আটকে দেন। তাদের অভিযোগ, বন কর্মকর্তা বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা পরিশোধ না করেই গোপনে এলাকা ছাড়তে চাইছিলেন। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে হেফাজতে নেয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিকভাবে বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। ঠিকাদারদের অভিযোগ শোনার পর এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।