
মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি জোট। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মামলায় অভিযোগ করা হয়েছে—ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সরকারি তহবিল স্থগিত করে এবং অন্যান্য পদক্ষেপ নিয়ে শিক্ষার স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপ বেআইনি এবং প্রতিষ্ঠানটির জন্য ক্ষতিকর বলে দাবি করা হয়েছে। মামলাটির আরেকটি উদ্দেশ্য হলো ইতোমধ্যে আটকে দেওয়া তহবিলগুলো ছাড় করানো।
মামলাকারী জোটের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থনৈতিকভাবে হুমকির মুখে ফেলতে একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব হুমকি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।