নারায়ণগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান ফাইজুল হক ডালিম গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে জিয়া নামের আরও একজনসহ আটক করা হয়।
 

ডিবি পুলিশ জানায়, আড়াইহাজার থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ফাইজুল হক ডালিম এজাহারভুক্ত আসামি। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
 

চেয়ারম্যান ফাইজুল হক ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক দুইবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]