ঢাকা বিমানবন্দরে পাকস্থলীতে লুকানো এক হাজার ইয়াবাসহ যাত্রী আটক

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন
 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা বহনের সময় এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার রাতে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে অভিযান চালিয়ে রাজু মোল্লা (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার শরীরে বহন করা ইয়াবার সংখ্যা এক হাজার বলে নিশ্চিত করেছে পুলিশ।
 

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকার বলাকা ভবনের উত্তর পাশে রাজু মোল্লাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার শরীরে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্কচটেপ মোড়ানো প্যাকেটগুলো বের করা হয়। প্রতিটি প্যাকেটে ইয়াবা ট্যাবলেট ছিল, যা খুলে মোট এক হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, “বিমানবন্দর ঘিরে যেকোনো অবৈধ কার্যক্রম রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। আন্তর্জাতিক বিমানবন্দরকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]