অ্যান্ড্রয়েড ফোনে আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও ফিচার?

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১২:১৭:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১২:১৮:৪৬ পূর্বাহ্ন

আইফোনের মতোই জরুরি পরিস্থিতিতে লাইভ ভিডিও শেয়ারের সুবিধা এবার অ্যান্ড্রয়েড ফোনেও আসতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল তাদের সেফটি ফিচারের তালিকায় নতুন এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে।
 

গত বছর অ্যাপল প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’ চালু করে। এ ফিচারের মাধ্যমে জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোন ক্যামেরা চালু করে সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। ব্যবহারকারীর কাছে ভিডিও সংরক্ষণের সুযোগ না থাকলেও জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে সেটি সংরক্ষণ করতে পারেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, একই ধাঁচে অ্যান্ড্রয়েডেও ফিচারটি আনার ইঙ্গিত পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে ‘শেয়ার লাইভ ভিডিও’ ও ‘ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইয়োর ক্যামেরা’–এর মতো কোড শনাক্ত হয়েছে।
 

তবে এই ফিচার সব অ্যান্ড্রয়েড ফোনে আসবে, নাকি কেবল গুগলের পিক্সেল ডিভাইসে সীমাবদ্ধ থাকবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুগল।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]