ইসরাইলের সঙ্গে ৭০ কোটি ইউরোর রকেট লঞ্চার চুক্তি বাতিল করল স্পেন

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন

ইসরাইলের নকশা করা রকেট লঞ্চারের জন্য প্রায় ৭০ কোটি ইউরো (৮২ কোটি মার্কিন ডলার) মূল্যের একটি অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। স্পেনের সরকারি পাবলিক কন্ট্রাক্ট প্ল্যাটফর্মে গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় গণমাধ্যম হারেৎজ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
 

এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছিলেন, গাজায় সামরিক অভিযান চালানোর কারণে ইসরাইলের সঙ্গে সামরিক সরঞ্জাম ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা ‘আইনে অন্তর্ভুক্ত’ করা হবে। ওই ঘোষণার পরপরই এই অস্ত্র চুক্তি বাতিলের খবর প্রকাশিত হয়।
 

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) জানায়, ২০২৩ সালের অক্টোবরে স্প্যানিশ কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়ামকে দেওয়া চুক্তির আওতায় ১২টি SILAM রকেট লঞ্চার সিস্টেম কেনার কথা ছিল। এগুলো ইসরাইলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি PULS প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। SILAM সিস্টেম ৩০০ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করতে সক্ষম।
 

ইসরাইলি অর্থনৈতিক সংবাদমাধ্যম ‘গ্লোবস’ জানিয়েছে, চুক্তি বাস্তবায়িত হলে এলবিট সিস্টেমস ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১৭৬ মিলিয়ন ডলার) আয় করত।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]