টেকনাফে গ্যাস সিলিন্ডারে লুকানো ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১২:০০:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১২:০০:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ৪৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে টেকনাফের পর্যটক মোড়সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে স্থাপন করা অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
 

বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি তল্লাশি করলে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। পরে স্থানীয় লেদ মেশিনের দোকানে সিলিন্ডার কাটলে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তর লম্বরীপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মো. ইয়াসিন (৩৯) এবং ছোট হাবীরপাড়ার আবু সামাদের ছেলে রহমত উল্লাহ (২৯)। উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]