প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭০ জন নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০২:০৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০২:০৫:৪৪ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৬তম গ্রেডের দুই পদে মোট ৪৭০ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের অন্তর্ভুক্ত বিভিন্ন দপ্তরে এসব নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ২২৪ জন এবং অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে ২৪৬ জন। উভয় পদের জন্য বেতন স্কেল নির্ধারিত হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত (সরকারি বেতন স্কেল অনুসারে ১৬তম গ্রেড)।
 

যোগ্যতার ক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলাফলে এইচএসসি বা সমমানের সনদ থাকতে হবে। অফিস সহকারী পদের জন্য প্রার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া দুই পদেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকা বাধ্যতামূলক।
 

চাকরিগুলো পূর্ণকালীন (অস্থায়ী) ভিত্তিতে হবে এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (১২ অক্টোবর ২০২৫ তারিখে নির্ধারিত SSC/সমমান সনদের ভিত্তিতে গণনা করা হবে)। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
 

প্রার্থীদের আবেদন ফি হিসেবে প্রতিটি পদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন শুরু হওয়ার পর অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি প্রদান করতে হবে।
 

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। নির্ধারিত সময়সীমার মধ্যে সকল প্রার্থীকেই শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]