
রাজধানীর সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাব্যবস্থাকে দুর্বল করা এবং প্রকৌশল খাতকে একচেটিয়া নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিক দাবি তুলেছে। শিক্ষার্থীরা বলছেন, এর মধ্য দিয়ে রাষ্ট্রকে একটি কুপরিকল্পনার ফাঁদে ফেলার চেষ্টা চলছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।
বিক্ষোভকারীরা জানায়, সম্প্রতি বিএসসি ডিগ্রিধারীরা তিন দফা দাবি উত্থাপন করেছে, যা কারিগরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পেশাগত অবস্থান ক্ষতিগ্রস্ত করবে। এর প্রতিবাদ জানিয়ে তারা ছয় দফা দাবি পেশ করেছেন। এসব দাবির মধ্যে রয়েছে— জ্যুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, ওই পদে পদোন্নতিসংক্রান্ত আদালতের রায় কার্যকর না করা, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি সংশোধন।
শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যা সমাধান করে নীতিগত সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণই দেশের প্রকৌশল খাতের স্বার্থ রক্ষা করতে পারে। অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মেনে নেবে না এবং যৌক্তিক সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন।