
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার বায়ুমানের স্কোর ১৭১, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই রিপোর্টে ঢাকার স্কোর ৭১, যা ‘সহনীয়’ মানের এবং শহরটিকে বিশ্বের দূষণের ধাপের মধ্যে ২৭তম অবস্থানে রেখেছে।
আইকিউএয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে জাকার্তার পর রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ (স্কোর ১৬৭), সংযুক্ত আরব আমিরাত (১৫৮) এবং গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৭)। ঢাকার স্কোর ‘সহনীয়’ মানের হিসেবে ধরা হয়েছে, যা সাধারণ নাগরিকদের দৈনন্দিন কর্মকাণ্ডে তুলনামূলকভাবে কম ঝুঁকি নির্দেশ করে।
আইকিউএয়ারের একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ মধ্যম এবং ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১–২০০ স্কোরের শহরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের শহরে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
বায়ুদূষণ মূলত পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ওজোনের কারণে সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক শ্বাসযন্ত্রের রোগ এবং ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।