
ভারতের কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানিকে মাত্র ১ রুপি লিজ রেটে ৩৩ বছরের জন্য ১,০৫০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “প্রধানমন্ত্রী মোদি তার বন্ধুকে সুবিধা দিচ্ছেন।”
খেরার দাবি, বিহারে মোদির সফরকালে স্থানীয় কৃষক ও গ্রামীণ বাসিন্দাদের ‘হাউস অ্যারেস্টে’ রাখা হচ্ছে, যাতে তারা কোনো ধরনের প্রতিবাদে অংশ নিতে না পারেন। তিনি আরও উল্লেখ করেন, এর আগে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও একইভাবে বিদ্যুৎ প্রকল্প আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।
তিনি জানান, ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের আনুমানিক মূল্য ২১,৪০০ কোটি রুপি, যা প্রথমে বাজেটে ঘোষণা করা হলেও পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়। খেরার অভিযোগ, প্রায় বিনা খরচে পাওয়া জমিতে বিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি গোষ্ঠী বিহারের মানুষের কাছ থেকে ইউনিটপ্রতি ৬ টাকা ৭৫ পয়সায় বিদ্যুৎ বিক্রি করবে। তাঁর ভাষায়, “এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ডাবল লুট।”
সূত্র: ডেকান হেরাল্ড