জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি আবেদন শুরু, অনলাইনে আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫১:৩৪ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) বা ডিগ্রি কোর্সে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে। পরে এই ফরম এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৪০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবা বা সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। আবেদন ফি জমার শেষ তারিখ ১৯ অক্টোবর।
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য কোর্সভিত্তিক মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৩ নভেম্বর থেকে ডিগ্রি প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
 

শিক্ষাবিদদের মতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি কার্যক্রম দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]