সেপ্টেম্বরের ১৩ দিনে ১০ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১১:৪০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১১:৪০:৪৮ অপরাহ্ন

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৫৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে দেশের ১০টি ব্যাংকে এক ডলারও প্রবাসী আয় জমা হয়নি—যার মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ও একটি বিশেষায়িত ব্যাংকসহ চারটি বেসরকারি এবং চারটি বিদেশি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক কোনো রেমিট্যান্স গ্রহণ করেনি। একই সময়ে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও প্রবাসী আয় জমা হয়নি।
 

তবে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট পাঠান ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]