হামলায় আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১১:৩৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১১:৩৫:৩৪ অপরাহ্ন

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি অ্যাম্বুলেন্সে করে বাসার উদ্দেশ্যে রওনা হন।
 

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মেডিকেল বোর্ডের পর্যালোচনার পর নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়।
 

হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর বলেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন এবং আপাতত বাসায় বিশ্রাম নেবেন। পরে দেশের বাইরে কোনো হাসপাতালে চিকিৎসা নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
 

তার স্বজনরা জানিয়েছেন, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
 

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হচ্ছে। পরদিন সকালে তার জ্ঞান ফেরে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]