
নেপালে নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি তুলেছে তরুণদের নেতৃত্বাধীন জেন-জি আন্দোলনের একটি অংশ। মন্ত্রিসভা সম্প্রসারণে অসন্তোষ জানিয়ে তারা রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই মন্ত্রী নিয়োগ করা হয়েছে।
তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিত সুদান গুরুং বিক্ষোভে বলেন, জেন-জি এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাই তাদের উপেক্ষা করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।’
গুরুং অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আরিয়াল নিজের প্রভাব খাটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়েছেন। তার এ নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল। বিক্ষোভকারীরা জানান, জেন-জির মতামত না নিয়েই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে, যা তাদের আন্দোলনের মূল দাবির পরিপন্থী।
নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি-র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, বিক্ষোভকারীরা সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে স্লোগানও দেন।