রশিদপুর-৩ কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৭ মিনিটে কূপটি থেকে আনুমানিক ৮ মিলিয়ন ঘনফুট হারে ১৩৩০ পিএসআইজি প্রেসারে গ্যাস প্রবাহ শুরু হয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সোমবার থেকেই এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
 

রশিদপুর-৩ কূপ দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কার্যকর করা হয়েছে। পেট্রোবাংলা আশা করছে, এখান থেকে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। কূপটি থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
 

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের এই কূপে ৫ সেপ্টেম্বর প্রাথমিকভাবে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত করে বাপেক্স। কূপটির বড় সুবিধা হলো, এর জন্য আলাদা কোনো অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই—কারণ বিদ্যমান পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্ট ব্যবহার করেই সরবরাহ করা সম্ভব।
 

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের মোট ১১টি কূপের মধ্যে সাতটি সক্রিয় রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কৈলাশটিলা-১ ও বিয়ানীবাজার-২ কূপেও ওয়ার্কওভারের কাজ চলছে।
 

এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন গ্যাস সংযোজন দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে জ্বালানি নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]