
কুমিল্লায় নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর লাশ পরদিন রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জামশেদ ভূঁইয়া (৪৫)। তিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং স্থানীয় সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন জামশেদ ভূঁইয়া। এরপর আর তিনি ফেরেননি। তার বড় ভাই ওই রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার বিকেলে স্থানীয়রা পালপাড়া রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।”
স্থানীয়রা জানায়, মাত্র এক সপ্তাহ আগে একই এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম খুন হন। অল্প সময়ের ব্যবধানে আরেকটি হত্যাকাণ্ডে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ক্রমাগত এমন অপরাধ ঘটায় নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।