আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:০৪:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:০৪:০৫ পূর্বাহ্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা জামিলা।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলা প্রতিবেশীরা বাসার ভেতরে খাটের ওপর সোনিয়া আক্তার ও শিশুকন্যার নিথর দেহ দেখতে পান। একই সময়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন রুবেল। এ দৃশ্য দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন।
 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রুবেলকে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী ও সন্তানের মরদেহ খাট থেকে উদ্ধার করা হয়।
 

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক সংকটের জেরে রুবেল প্রথমে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]