
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ীতার পেছনে চীনের সমর্থন মুখ্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত কিথ কেলগ। তার দাবি, বেইজিং যদি রাশিয়াকে সহায়তা দেওয়া বন্ধ করে, তাহলে যুদ্ধ পরদিনই থেমে যাবে।
কেলগ আরও বলেন, চীনের সমর্থন ছাড়া রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যদিও উত্তর কোরিয়ার উপস্থিতি রয়েছে, তবে সেটি রাশিয়ার দুর্বল অবস্থারই প্রমাণ বহন করে। তিনি উল্লেখ করেন, রাশিয়া যদি সত্যিই শক্ত অবস্থানে থাকত, তাহলে মস্কোকে হাজার হাজার কোরিয়ান সেনা আনতে হতো না।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলও হতে পারে, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাধানে চীনের ভূমিকা স্পষ্টভাবে সামনে আনা হচ্ছে। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোও বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে রাশিয়া চীনের অর্থনৈতিক ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।