সিরিয়ার প্রেসিডেন্টের দাবি: আসাদের পতনে হতবাক হয়েছিল ইসরায়েল

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:১৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:১৭:২৭ পূর্বাহ্ন
সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ইসরায়েলকে বিস্মিত করেছে। তার মতে, এ ঘটনা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকেই স্পষ্ট করে।
 
শারাআর মন্তব্য অনুযায়ী, ইসরায়েলের কিছু নীতি থেকে অনুমান করা যায় তারা চেয়েছিল আসাদ সরকার টিকে থাকুক। কারণ, তেল আবিবের দৃষ্টিতে সিরিয়া যদি ইরানের বিরুদ্ধে একটি স্থায়ী যুদ্ধক্ষেত্র হিসেবে অস্থিতিশীল থাকে, তবে সেটি ইসরায়েলের জন্য সরাসরি বড় কোনো হুমকি তৈরি করবে না।
 
বিশ্লেষকদের মতে, শারাআর এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইসরায়েলের অবস্থান ও কৌশল নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]