শেরপুরে পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেফতার ৯ কর্মকর্তা-কর্মচারী

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:৫২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:৫২:৫১ অপরাহ্ন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন একটি চলমান প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নয়জন কর্মকর্তা ও কর্মচারী। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর বাইপাস এলাকার ভাড়া নেওয়া এক ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি ট্রাক, একটি পিকআপ এবং দুটি ড্রাম তার জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমআরএম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি পিডিবির বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ করছিল। প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী নতুন ও উদ্বৃত্ত ক্যাবলগুলো পিডিবির কাছে হস্তান্তর করার কথা থাকলেও এগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যে ভোররাতে গাড়িতে করে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল।

স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবলসহ নয়জনকে আটক করা হয়। মামলার বিষয়ে প্রাথমিকভাবে অনীহা দেখালেও পুলিশের চাপে প্রতিষ্ঠানটির পক্ষে আসাদুজ্জামান অভিযোগ দায়ের করেন। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার শ্রমিকরা দাবি করেন, তারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশেই ক্যাবলগুলো বহন করছিলেন। তবে প্রতিষ্ঠানের আরেক প্রতিনিধি শাওন বলেন, দুর্বৃত্তরা তাদের অজান্তেই চুরির চেষ্টা করেছে।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ক্যাবলগুলো পিডিবির সম্পদ এবং নিয়ম মেনে অফিসে জমা দেওয়ার কথা। চুরির কোনো সুযোগ নেই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, চুরি করার উদ্দেশ্যে ভোরে গোপনে ক্যাবল সরানোর চেষ্টা করা হয়েছিল, তবে আলামতসহ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]