যশোর জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পেল দুদক

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:২৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:২৮:৫৩ অপরাহ্ন

যশোর জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে অভিযান চালায় দুদক টিম।

অভিযানে হাসপাতালের নথিপত্র খতিয়ে দেখা ছাড়াও খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবার বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। শুরুতেই দুদক কর্মকর্তারা রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, নির্ধারিত পরিমাণ ২০০ গ্রাম ভাতের পরিবর্তে রোগীদের কম দেওয়া হচ্ছে। সকালের নাস্তার পাউরুটি ও ডিমের আকার মানসম্মত নয়। চিকন চালের বদলে মোটা চাল, নিম্নমানের ডাল, লবণ, পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হচ্ছে। এছাড়া, রোগীদের জন্য নির্ধারিত ৮০ গ্রাম মাছের বদলে সরবরাহ করা হচ্ছে মাত্র ৪০ থেকে ৪৫ গ্রাম।

শুধু তাই নয়, বিভিন্ন স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের তা বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, এ ধরনের অনিয়ম নিয়মিত হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অভিযান শেষে দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিন বলেন, রোগীদের জন্য ব্যবহার করা চাল, ডাল, তেলসহ অন্যান্য উপকরণ নিম্নমানের প্রমাণিত হয়েছে। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালটি পর্যবেক্ষণে রাখা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]