সাইবার সুরক্ষা আইন: অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির ঘোষণা

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:২৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:২৮:১৭ অপরাহ্ন

বাংলাদেশে সাইবার অপরাধ দমনে বড় পদক্ষেপ হিসেবে জুয়া, জালিয়াতি ও প্রতারণাসংক্রান্ত অনলাইন কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেছে সরকার। রোববার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিরা কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী অনলাইনে বা সাইবার প্ল্যাটফর্মে জুয়া খেলার উদ্দেশ্যে ওয়েবসাইট, অ্যাপ বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম তৈরি, পরিচালনা, অংশগ্রহণ, সহায়তা বা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার—সবই অপরাধের পর্যায়ে পড়বে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।
 

একইসঙ্গে, অনলাইনে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করলে সর্বোচ্চ দুই বছর কারাবাস বা বিশ লাখ টাকা জরিমানার বিধান থাকবে। আর প্রতারণার উদ্দেশ্যে সাইবার প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা পঞ্চাশ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার সবার প্রতি অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে, যাতে ব্যক্তি ও সমাজ সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]