কাতারে হামলায় সৌদি আকাশসীমা ব্যবহার করেছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৪:০৯ অপরাহ্ন

ইসরাইল কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার প্রকাশিত প্রতিবেদনটিতে জানানো হয়, গোপন অভিযানে একাধিক উন্নত যুদ্ধবিমান অংশ নেয় এবং সৌদি আরবের আকাশপথ অতিক্রম করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
 

প্রতিবেদনে বলা হয়, অভিযানে আটটি এফ–১৫ এবং চারটি এফ–৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে দেড় হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করা হয়। এসব যুদ্ধবিমান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশপথ হয়ে দোহায় গিয়ে আঘাত হানে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রকে কেবলমাত্র হামাসকে লক্ষ্য করে আসন্ন হামলার তথ্য দেওয়া হলেও নির্দিষ্ট টার্গেট জানানো হয়নি।
 

ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী, ইসরাইল কৌশলগতভাবে লোহিত সাগরকে ঘিরে বিমান মোতায়েন করে, যাতে সরাসরি আরব দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো যায়। এ কারণে আক্রমণ দ্রুত সম্পন্ন হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি জানানোর সুযোগ সীমিত থাকে।
 

গত মঙ্গলবার দোহায় হামাসের নেতাদের অবস্থান করা একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা ওই সময় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে।
 

উল্লেখ্য, ইসরাইল-হামাস সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]