যাবজ্জীবন সাজা কমানোর উদ্যোগ ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:১০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:১০:০০ অপরাহ্ন

সরকার বয়স বিবেচনায় বেশি বয়স্ক বন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন।
 

তিনি জানান, বিদ্যমান দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর হলেও সরকার এটিকে কমানোর চিন্তাভাবনা করছে। নারীদের ক্ষেত্রে বয়সভিত্তিক বিবেচনায় সাজা ২০ বছর হতে পারে, আর পুরুষদের জন্য মেয়াদ তুলনামূলকভাবে বেশি থাকবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং শর্তসাপেক্ষে কার্যকর করা হতে পারে।
 

একই ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে জাতীয় মহাসড়ক অবরোধের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি জনভোগান্তি তৈরি করে এবং মোটেও গ্রহণযোগ্য নয়। অবরোধের পরিবর্তে অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের কাছে যথাযথ আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই সড়ক অবরোধ মেনে নেওয়া হবে না এবং অবিলম্বে অবরোধ না তুললে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হবে।
 

সভায় পুলিশের প্রশিক্ষণ, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে উদ্যোগ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচনের আলোচনাও হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]