দোহার হামলার পর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন ডাকলো কাতার

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১২:৪৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১২:৪৯:১৮ অপরাহ্ন

ইসরাইলের সাম্প্রতিক হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আগামী সোমবার দোহায় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আল-আনসারী জানান, সম্মেলনে ইসরাইলি হামলার প্রেক্ষিতে একটি খসড়া প্রস্তাব আলোচনায় আনা হবে। তার ভাষ্য, এ সম্মেলনের মূল তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি প্রদর্শন। তিনি দোহায় হামাস নেতাদের ওপর চালানো ওই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দেন।
 

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের আবাসিক ভবনে চালানো ইসরাইলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলার সময় তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন।
 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই সংঘাত বন্ধে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর একযোগে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]