ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, তদন্তে তিন সদস্যের কমিটি

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২৬:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের সার্কিট হাউজ চত্বরে এ ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতেই ওষুধগুলো জব্দ করা হয়।

ফরিদা আখতার জানান, সরকারি বরাদ্দকৃত ওষুধ নষ্ট হওয়ার ঘটনায় কারও দায় এড়ানোর সুযোগ নেই। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারের সরকারি গাড়ির পেছনে ওষুধগুলো পাওয়া যায়। তল্লাশির সময় গাড়িচালক মো. জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস ওষুধগুলো জব্দ করেন। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে জেলায় অবস্থান সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে গাড়িটি তল্লাশি চালিয়েই ওষুধের মজুদ ধরা পড়ে।

খামারিদের অভিযোগ, প্রান্তিক পর্যায়ে বরাদ্দ দেওয়া সরকারি ওষুধ অনেক সময় সঠিকভাবে বিতরণ হয় না। কর্মকর্তারা বেসরকারি কোম্পানির সঙ্গে আর্থিক সুবিধার কারণে সরকারি ওষুধ অবহেলায় ফেলে রাখেন। তাদের মতে, এ ঘটনায় কেবল চালক নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায়ী করা উচিত।

জেলা প্রশাসন জানিয়েছে, তিন সদস্যের তদন্ত কমিটি দ্রুত কাজ শুরু করবে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]