চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রথম প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির শাখা কমিটি জানিয়েছে, তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মো. রুমার রহমান। তিনি বলেন, আপাতত আমরা একক প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরবর্তীতে কেউ জোটে আসতে চাইলে সেটি বিবেচনা করা হবে।
এর আগে বিকেলে চাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’, ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’, ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, এবং ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’। পাশাপাশি ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ পদও যুক্ত করা হয়েছে। একইসঙ্গে হল সংসদ থেকেও সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রোববার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে, ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, আর ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়মিত হওয়ার কথা থাকলেও প্রায় ৩৫ বছর ধরে এ নির্বাচন বন্ধ ছিল।