জাকসুর ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০১:০৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০১:০৭:১৮ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। শনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এ বছর নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজনীতিতে শিক্ষার্থীদের উচ্চমাত্রার অংশগ্রহণকে ইঙ্গিত করে।
 

আব্দুর রশিদ জিতু দীর্ঘদিনের আন্দোলননির্ভর রাজনীতির জন্য আলোচিত। কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও প্রথম দিকেই আক্রমণের শিকার হয়ে আলোচনায় আসেন। জুলাই আন্দোলনের ঘটনায় তিনি ক্যাম্পাস ও দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন এবং প্রথম দিকে আন্দোলন পরিচালনার মূল দায়িত্বও তার হাতে ছিল।
 

আরিফ সোহেলের গ্রেপ্তারের পর জিতু ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন কার্যক্রম পরিচালনা করেন। পরে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামের নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলেন। বর্তমানে তিনি এই সংগঠনের আহ্বায়ক হিসেবে বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দিয়ে আসছেন।
 

এবারের জাকসু নির্বাচনে সহসভাপতি পদে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। পুরো নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬ এবং কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]