জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস মেঘলা

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
 

ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরে গণনা কার্যক্রম সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোট প্রদানের আনুষ্ঠানিক সময়সীমা ছিল বিকেল ৫টা পর্যন্ত, তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে থাকে। এবার মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নেয়, যার মধ্যে দুইটি ছিল স্বতন্ত্র প্যানেল। এদের মধ্যে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। একই প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা প্রতিদ্বন্দ্বী ছিলেন।
 

নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]