
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেবেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মামদানি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তিনি সেটি সম্মান করবেন।
মামদানি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র আইসিসির কর্তৃত্ব স্বীকৃতি না দিলেও তিনি বিমানবন্দরে নেতানিয়াহুকে আটক করার নির্দেশ দিতে প্রস্তুত। তার ভাষায়, নিউইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াতে হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ফেডারেল আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে এবং বাস্তবে তা কার্যকর হওয়া কঠিন। কারণ শহর বা রাজ্য পর্যায়ে কোনো অপরাধের অভিযোগ না থাকলে গ্রেফতার সম্ভব নয়, পাশাপাশি রাষ্ট্রপ্রধান হিসেবে নেতানিয়াহু দায়মুক্তিও পেতে পারেন।
নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে ইহুদিদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল হওয়ায় এমন ঘোষণা মামদানিকে তীব্র সমালোচনার মুখে ফেলতে পারে। তবুও তিনি বলছেন, রাজ্য ও স্থানীয় ডেমোক্র্যাটরা এমন সিদ্ধান্ত নিতে পারেন যা ফেডারেল সরকার নেবে না। উদাহরণ হিসেবে তিনি ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমকামী দম্পতিদের বিবাহ লাইসেন্স ইস্যু করার ঘটনাটি উল্লেখ করেন, যা তৎকালীন ফেডারেল আইনের বিরোধী ছিল।
মামদানি জানান, তিনি শুধু নেতানিয়াহুর ক্ষেত্রেই নয়, ২০২৩ সালে আইসিসির গ্রেফতারি পরোয়ানা পাওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করবেন। নভেম্বরের নির্বাচনে এগিয়ে থাকা এই প্রার্থী বলেন, “এটি এমন একটি বিষয় যা আমি বাস্তবে রূপ দিতে চাই।”