যাত্রাবাড়িতে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফাহিমের খোঁজ মেলেনি ছয় দিনেও

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৫:১০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৫:১০:৫২ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ি থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মুয়াজ হাসনাত ফাহিমের সন্ধান মিলছে না ছয় দিনেও। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা, সঙ্গে ছিল কাপড় ভর্তি একটি কালো ব্যাগ। ফাহিমের উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা।
 

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ কাজলার নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন ফাহিম। যাত্রাবাড়ির কোনাপাড়া মা’হাদু উলুমিল কুরআন মাদ্রাসায় তিনি হেফজ শেষ করে বর্তমানে গ্রুপ-৭ এর শিক্ষার্থী ছিলেন এবং হোস্টেলে অবস্থান করতেন। অসুস্থতার কারণে গত ৪ সেপ্টেম্বর বাসায় ফেরার পর চিকিৎসা শেষে ৮ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় ফেরত পাঠানো হয়। তার বাবা আবুল কালাম জানান, যাত্রাবাড়ির কাজলারপাড় এলাকায় একটি হাসপাতালের সামনে থেকে লেগুনায় ওঠার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
 

পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে ৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০০০) করেন। তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ফাহিমের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]