
ভারতের পশ্চিমবঙ্গ থেকে আটক হওয়া ১০ বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। তারা রাঙামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা। বিএসএফ প্রথমে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে। পরবর্তীতে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
হস্তান্তরের পর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের নিয়ে আসা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, যাচাই-বাছাই শেষ হলে তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়, তবে প্রতিবারই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হয়।