
জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে, যা হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম করতে চায়। যদিও ইসরায়েল প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে, তবুও জাতিসংঘ তার কার্যকরতা বজায় রাখার ঘোষণা দিয়েছে। হামাস প্রস্তাব অনুমোদনকে স্বাগত জানিয়েছে।
ভোটাভুটিতে সাধারণ পরিষদের ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে এবং মাত্র ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। বিরত রয়েছে ১২টি দেশ। প্রস্তাবটি ফ্রান্স ও সৌদি আরব উত্থাপন করেছে। এই ঘোষণাকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। প্রস্তাবে মানবিক বিপর্যয় বন্ধ করার পাশাপাশি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট ও সময়সীমা-সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হবে না এবং জাতিসংঘের ঘোষণাও তারা প্রত্যাখ্যান করছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, প্রস্তাবে হামাসকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ না করা প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।
তবে হামাসের মতে, প্রস্তাবটি দ্বি-রাষ্ট্র সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোটের ফলাফলের পর আগামী ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ পরিষদের বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।