
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি। হলে হলে ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলমান থাকায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, অতিরিক্ত জনবল যুক্ত করে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেও ফল চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৪টির ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোতে প্রক্রিয়া চলছে।
এদিকে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে এবং তাকে পদত্যাগ না করতে নানা চাপ দেওয়া হয়েছিল।
তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতেই কমিশনের সদস্য পদত্যাগ করেছেন। তার ভাষায়, “যুদ্ধের ময়দান থেকে তিনি পালিয়ে গেছেন। ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।”
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। ভোট গণনা শুরু হয় সেদিন রাত সাড়ে ১০টার দিকে। তবে শুক্রবার বিকেলে গণনা বন্ধ হয়ে যায় এবং পরে ম্যানুয়াল পদ্ধতিতে আবার শুরু হয়। গণনার গতি বাড়াতে অতিরিক্ত পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।