জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ৩ শিক্ষক ও নির্বাচন কমিশনারের পদত্যাগ

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৩:০৪:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৩:০৪:২৯ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও দলীয় প্রভাবের অভিযোগে বিএনপি সমর্থিত তিন শিক্ষক ও নির্বাচন কমিশনের এক সদস্য দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
 

শুক্রবার রাত ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনার মাফরুহী সাত্তার। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার নানা পরামর্শ দেওয়া হলেও তা বারবার পরিবর্তন করা হয়েছে। তার মতে, ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কমিশনের দায়িত্বশীল সদস্য হিসেবে ন্যায্য পথনির্দেশ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিদ্ধান্তগুলো উপেক্ষিত হয়েছে।
 

এর আগে ভোটের দিন কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে থাকা অধ্যাপক নজরুল ইসলাম দায়িত্ব থেকে সরে দাঁড়ান। একইভাবে পর্যায়ভিত্তিক মনিটরিংয়ের দায়িত্বে থাকা অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খানও অভিযোগের মুখে ভোট বর্জনের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এত দীর্ঘ সময়ে প্রত্যাশিত নির্বাচনটি অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]