ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন
দখলদার ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল (VC) খাত ২০২৫ সালে এক বিরল সংকটের সম্মুখীন হয়েছে। বছরের প্রথমার্ধে মাত্র ২৬ কোটি ডলার বিনিয়োগ এসেছে, যা আগের বছরের তুলনায় ৪০% কম। বিশ্লেষকরা মনে করছেন, সমস্যা মূলত বৈশ্বিক পরিস্থিতির কারণে নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত অসন্তোষ, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিতিশীলতা এবং বাজারে আস্থার অভাবে সৃষ্টি হয়েছে।
 
এ বছরের প্রথমার্ধে ভেঞ্চার ফান্ডের তহবিল সংগ্রহ ২৬ কোটি ডলারে নেমেছে, যেখানে ২০২৪ সালে তা ছিল ১২০ কোটি এবং ২০২১-২০২২ সালে প্রায় ৬০০ কোটি ডলার। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধারা অব্যাহত থাকলে বছরের শেষে মোট বিনিয়োগ ৩৫ কোটি ডলারের বেশি হবে না। সুপরিচিত ফান্ড যেমন পিটানগো, ভিওলা, ভার্টেক্স এবং স্টেজ ওয়ান নতুন বিনিয়োগ থেকে সরে গেছে, আর বিশ্বখ্যাত অ্যান্ড্রিসেন হরোভিটজ এবং ইন্ডেক্স সম্পূর্ণভাবে ইসরায়েলি বাজার ত্যাগ করেছে।
 
KPMG ইসরাইলের প্রযুক্তি বিষয়ক প্রধান দিনা বাসকা-রাজ জানান, “বাজার সংকুচিত হচ্ছে এবং বিনিয়োগের অভাব ফান্ডগুলোকে সীমিত করতে বাধ্য করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি এখনও কিছুটা বিনিয়োগ আকর্ষণ করতে পারে, তবে পরিচ্ছন্ন শক্তি ও জীববিজ্ঞান খাত প্রায় উপেক্ষিত।”
 
নতুন স্টার্টআপগুলো, বিশেষ করে জেনারেটিভ এআই-এর ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলো কিছুটা তহবিল সংগ্রহ করতে পারলেও দুই-তিন বছর বয়সী কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের সুযোগ সীমিত। বিমা ও পেনশন সংস্থাগুলোর অধীনে প্রতিষ্ঠানিক ফান্ডও কার্যক্রম হ্রাস করেছে; প্রথমার্ধে এই প্রতিষ্ঠানগুলো ৮৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যার মাত্র ১৮ মিলিয়ন নতুন কোম্পানিতে গেছে।
 
হিব্রু দৈনিক গ্লোবসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগের মন্দা, রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি এবং বাজারে আস্থা কমার কারণে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে সরে যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েলের VC খাতের পুনরুদ্ধারে বহু বছর সময় লাগতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]