ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে ইরানের ইউরেনিয়াম মজুতের রহস্য

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:২৬:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১২:২৬:১৬ পূর্বাহ্ন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত জুনে ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচেই এখনো রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। তবে এই মজুতের অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এখনো নিশ্চিত করতে পারেনি—যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে থাকা ৬০% বিশুদ্ধতায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম আসলে কোথায় এবং কী অবস্থায় আছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি উপাদানগুলো অক্ষত থাকে, তবে সেগুলো ভবিষ্যতে অস্ত্র তৈরির জন্য আরও প্রক্রিয়াজাত করা সম্ভব।
 
এরই মধ্যে মাত্র দুই দিন আগে, ৯ সেপ্টেম্বর, কায়রোতে ইরান ও IAEA’র মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির মধ্যস্থতায় স্বাক্ষরিত ওই চুক্তির অধীনে IAEA ইরানের সব পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি পেয়েছে। এর মধ্যে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোও রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]