মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় ধাক্কা দিয়ে মিসর ঘোষণা করেছে, তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের নিরাপত্তা সহযোগিতা বন্ধ করছে। একই সঙ্গে সিনাই উপদ্বীপে নিজেদের সামরিক কর্মকাণ্ড নিয়ে আর কোনো ব্যাখ্যা ইসরায়েলকে দেওয়া হবে না বলে জানিয়েছে কায়রো।
ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা সমন্বয় নীতিতে এই সিদ্ধান্তকে এক অভূতপূর্ব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সিনাই উপদ্বীপের কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান হতো। এখন সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
এর পাশাপাশি, মিসর আনুষ্ঠানিকভাবে হামাস নেতাদের কায়রোতে বসবাসের আমন্ত্রণ জানিয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে তাদের পূর্ণ সুরক্ষা দেওয়ার নিশ্চয়তাও দিয়েছে দেশটি। বিষয়টি আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এই চমকপ্রদ পদক্ষেপে ফিলিস্তিনি আন্দোলনের প্রতি মিসরের অবস্থান আরও স্পষ্ট হলো, অন্যদিকে ইসরায়েল–মিসর সম্পর্কের টানাপোড়েন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
সূত্র: চ্যানেল 12